প্রকাশের তারিখঃ মার্চ ১৪, ২০২৪ | ১০:৩৭ পূর্বাহ্ণ
ধুনটে তেলের পাম্পে অ’গ্নিদ’গ্ধ অন্ত:সত্ত্বা নারীর মৃ’ত্যু
নিজস্ব প্রতিবেদক : বগুড়ার ধুনট উপজেলায় অনিবন্ধিত তেল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ অন্তঃসত্ত্বা সেই নারীর মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে ওই নারীর মৃত্যু হয়। অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া নারীর নাম মিথিলা সে উপজেলার কালেরপাড়া গ্রামের নুরুল হোসেন সরকারের মেয়ে।
- জানা যায়, গত বুধবার বিকেল ৫ টার দিকে অন্তঃসত্ত্বা ও নারী সোনাহাটা সিএনজি স্টেশনের পাশে স্বামীর তেলের পাম্পে ইফতার তৈরি করার সময় গ্যাসের চুলা থেকে তার পড়নে থাকা শাড়িতে আগুন লাগে। তখন সে দৌড়ে বাহিরে এসে শাড়িটি শরীর থেকে খুলে দুরে ফেলে দেয়। পরে সেখান থেকে পাশের পেট্রোলের ডামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে পুরো পাম্প আগুনে দাউদাউ করে জ্বলে ওঠে। এসময় অন্তঃসত্ত্বা ও নারীর শরীর প্রায় ৮০ ভাগ পুড়ে ঝলসে যায়। তাকে বাচাতে পাম্পে থাকা তার স্বামী নিরব ও দেবর সবুজ এগিয়ে আসলে তারাও অগ্নিদগ্ধ হয়। পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে প্রথম ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া হাসপাতালে নিয়ে ভর্তি করে। অন্তঃসত্ত্বা ও নারীর অবস্থা আশংকা জনক হওয়ায় সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করে। বুধবার বিকেলে অন্তঃসত্তা ও নারী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
পরে বৃহস্পতিবার সকালে লাশ ধুনট উপজেলার গ্রামের বাড়ি কালেরপাড়ায় জানাজা শেষে দাফন করা হয়েছে।
সম্পাদক: নজরুল ইসলাম (মিলন) || প্রকাশক: মো: মনজুরুল ইসলাম (রিপন)
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।