ধুনটে বিদায়ী ইউএনও কে ফুলের শুভেচ্ছা জানান সাংবাদিক এম,এ রাশেদ
স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি, আলোকিত বগুড়া পত্রিকার বার্তা সম্পাদক ও ধুনট উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম,এ রাশেদ এর পক্ষ থেকে বিদায়ী শুভেচ্ছা দেওয়া হয়।
বৃহস্পতিবার (০৬ এপ্রিল) বিকালে ধুনট উপজেলা নির্বাহী অফিসার এর অফিস কক্ষে, বিদায়ী শুভেচ্ছা দেওয়া সময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, জাতীয় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি, আলোকিত বগুড়া পত্রিকার বার্তা সম্পাদক ও ধুনট উপজেলার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম,এ রাশেদ। এসময় বিদায়ী ধুনট উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত বলেন এই ধুনট উপজেলায় চাকুরী করার সুবাদে সকল অফিসার, সাংবাদিক ও চেয়ারম্যানদের সাথে কাজ করে আন্তরিকতা সৃষ্টি হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সর্বশেষ তিনি নিজের ও পরিবারের প্রতি দোয়া কামনা করেন।