
নিয়ামুল ইসলাম, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের বগুড়ার ধুনট পৌর এলাকার কমিটি ঘোষণা করা হয়েছে । বুধবার ৯ জুলাই বিকাল ৫ টায় ধুনট বাজার মসজিদে পৌর আমীর তরিকুল ইসলামের সভাপতিত্বে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা জামায়েতের সেক্রেটারি মাওলানা আঃ করিম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলার যুব বিভাগের সভাপতি মাওলানা ফিরোজ আহম্মেদ। সভায় অতিথিরা আব্দুল মোত্তালেব কে সভাপতি ও জোবায়ের আহম্মেদ কে সাধারণ সম্পাদক করে ২ বছর মেয়াদে ১২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি শাহাদাৎ হোসেন, রায়হান বাদশা, সহ- সেক্রেটারি সামিউল ইসলাম মুরাদ, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল, অফিস সম্পাদক নূর নবী, প্রচার সম্পাদক ফজলে রাব্বি, বায়তুলমাল সম্পাদক জিসান প্রাং, ক্রিড়া সম্পাদক হাফেজ রহমত আলী ও সমাজ কল্যাণ সম্পাদক আল-মামুন।