নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নন্দীগ্রাম উপজেলা যুব বিভাগের উদ্যোগে এক দায়িত্বশীল বৈঠক ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল ৪টায় জামায়াতের উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
নন্দীগ্রাম উপজেলা যুব বিভাগের সভাপতি শেখ সাদীর সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুল আলিম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জেলা যুব বিভাগের সভাপতি মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া শহর যুব বিভাগের সহ-সভাপতি এনামুল হক রানা, নন্দীগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি গোলাম রাব্বানী, ১নং বুড়ইল ইউনিয়নের চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী হুসাইন মোহাম্মদ মানিক, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাবিবুর রহমান, উপজেলা শিবিরের সভাপতি মুনিরুল ইসলাম মুনির এবং উপজেলা শিবিরের সাবেক সভাপতি আনোয়ার হোসেনসহ নন্দীগ্রাম উপজেলার পাঁচটি ইউনিয়নের যুব বিভাগের দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, “ইসলাম প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকা অপরিসীম। আদর্শ সমাজ গঠনে যুবকদের আত্মত্যাগ ও দায়িত্ববোধ অপরিহার্য।” তিনি যুবকদের ইসলামি আন্দোলনে সুসংগঠিত ভূমিকা রাখার আহ্বান জানান।