
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুল ইসলামের সঙ্গে স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ অক্টোবর (বৃহস্পতিবার) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে (ভদ্রাবতীতে) এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোঃ আরিফুল ইসলাম। মতবিনিময় সভায় বক্তারা মাদক, সন্ত্রাস, জুয়া, চুরি, ডাকাতি, বাল্যবিবাহ, অবকাঠামোগত সমস্যা ও সামাজিক অবক্ষয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন এবং সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরকার, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রহমান, বিএনপি সেক্রেটারি বেলায়েত হোসেন আদর, সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম মন্ডল, সাবেক আমির আনোয়ারুল হক, পৌর জামায়াতের অর্থ সম্পাদক আব্দুস ছাত্তার ও বণিক সমিতির সভাপতি করিম সরদার।
এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আক্তার হোসেন দুলাল, সহ-সভাপতি নূর মোহাম্মাদ বাদশাহ্, সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী ভুট্টো,দপ্তর সম্পাদক আব্দুল হাকিম, সদস্য মামুন আহমেদ, এনামুল হক আপেল, রুস্তম আলী রানা, নন্দীগ্রাম মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রউফ উজ্জল, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সহসভাপতি মিনহাজুর রহমান হাবিব, ও পাঠাগার সম্পাদক টিপু সুলতান, উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সেক্রেটারি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক রাকিব বাবু, প্রচার সম্পাদক নাজিম উদ্দিন, সদস্য আরাফাত হোসেন
উক্ত সভায় ইউএনও মোঃ আরিফুল ইসলাম সকলের সহযোগিতায় একটি পরিচ্ছন্ন, উন্নত ও নিরাপদ নন্দীগ্রাম গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।