
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দামরুল থেকে বাঁশবাড়িয়া পর্যন্ত দীর্ঘদিনের জরাজীর্ণ রাস্তাটি মেরামত করা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাটগ্রাম ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হাফেজ মোহাম্মদ সাখাওয়াত হোসেনের নেতৃত্ব ও ব্যক্তিগত উদ্যোগে।
গতকাল শনিবার (১১ সেপ্টেম্বর) এই রাস্তাটির বেহাল দশা দূর করতে ইটের খোয়া ও রাবিশ ফেলে মেরামত কার্যক্রম পরিচালিত হয়। এ সময় স্থানীয় এলাকাবাসী ও জামায়াতের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মেরামতকালে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি মোহাম্মদ হানজালা, সাবেক ছাত্রশিবির নেতা মাওলানা মো. সাদিকুল ইসলাম, জামায়াতের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি মোস্তাফিজুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে এই রাস্তাটি চলাচলের অনুপযোগী ছিল। হাফেজ সাখাওয়াত হোসেনের আন্তরিক প্রচেষ্টায় আজ আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। উল্লেখ্য, হাফেজ মোহাম্মদ সাখাওয়াত হোসেন এর আগেও জনপথ সংস্কার, অসহায় পরিবারে সহায়তা, যুব সমাজকে সংগঠিত করা এবং ইসলামী দাওয়াতি কার্যক্রম জোরদার করাসহ নানা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করেছেন।