
নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি: বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মোস্তফা ফয়সাল পারভেজের পক্ষ থেকে দাসগ্রাম মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ফুটবল উপহার প্রদান করা হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দেন জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি খেলাধুলা তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা দলগত চেতনা ও ইতিবাচক মানসিকতা গড়ে ওঠে ফুটবল পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার অঙ্গীকার করেন।
এসময় উপস্থিত ছিলেন দাসগ্রাম ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, বাইতুল মাল সম্পাদক সবুজ আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন ৬নং ওয়ার্ড সভাপতি আব্দুল মজিদ, ইউনিট সভাপতি আলহাজ্ব, জয়নাল আবেদীন, শফিকুল ইসলাম, মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।