নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে সকল পূজা উদযাপন কমিটি ও সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সকল সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে ২২শে সেপ্টেম্বর (সোমবার) বেলা ১১টায় নন্দীগ্রাম উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র রায়ের সভাপতিত্বে এবং নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর এর সঞ্চালনায় প্রধান অতিথি'র বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক, (কাহালু-নন্দীগ্রাম) ৩৯, বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।
ওই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, আব্দুল হাকিম, সাবেক মেয়র ও উপজেলা কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার শান্ত, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবী ও উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মহানন্দ রায় মহান, সহ-সভাপতি ভারত চন্দ্র প্রাং
এছাড়াও ৫টি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি/সাধারণ সম্পাদক এবং এবছর অনুষ্ঠিত হতে যাওয়া ৪৭টি পূজা মন্ডপের সভাপতি/সাধারণ সম্পাদকসহ হিন্দু সম্প্রদায়ের অনেকেই উপস্থিত ছিলেন।