
নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি- বগুড়া-০৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ এবং বুড়ইল ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হুসাইন মোহাম্মাদ মানিক গতকাল বুধবার (৮ অক্টোবর) রাত ৮টায় নন্দীগ্রাম উপজেলার ১ নং বুড়ইল ইউনিয়নের রতনদিঘী সার্বজনীন হরি মন্দিরে আয়োজিত হরিবাসর অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ড. মোস্তফা ফয়সাল পারভেজ। তিনি ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে বলেন বাংলাদেশে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে এ ঐতিহ্য আমরা গর্বের সাথে লালন করি।
এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী হুসাইন মোহাম্মাদ মানিক, নন্দীগ্রাম উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক আলহাজ ফজলুল হক, উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা জহুরুল ইসলাম, পৌর শিবির সভাপতি রাশেদ, ১নং বুড়ইল ইউনিয়ন জামায়াতের প্রচার সম্পাদক আলমগীরসহ স্থানীয় জামায়াত ও শিবির নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেই আশা ব্যক্ত করেন এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যরা জামায়াত নেতৃবৃন্দকে আন্তরিকভাবে স্বাগত জানান।