
বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোনালাপ হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) এক্সে পোস্ট দিয়ে এ বিষয়টি জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তাদের মধ্যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তাসহ বেশ কিছু বিষয়ে আলাপ হয়।
মোদি বলেন, ‘বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস কল দিয়েছিলেন, বিরাজমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। তিনি বাংলাদেশের হিন্দু ও সব সংখ্যালঘুর সুরক্ষা, নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।’
গত ৫ আগস্ট ছাত্র জনতার ব্যাপক আন্দোলনে চাপের মুখে পড়ে দেশ ত্যাগ করে ভারতে চলে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড. মুহাম্মদ ইউনূস। ওই দিনেই তাকে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি। তিনি স্থিতিশীল,শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের বিষয়টি ব্যক্ত করেছিলেন।
সংবাদ বুলেটিন / মালিহা