
বিশেষ প্রতিনিধি :নলছিটি ইসলামিয়া ফাজিল মাদরাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মার্চ) বিকেলে মাদরাসার প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিষ্ঠানটির প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি ইসলামিয়া ফাজিল মাদরাসার বর্তমান অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বাহাউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মাওলানা আব্দুস সালাম ও মোঃ সিদ্দিকুর রহমান খান, আরবি প্রভাষক মোঃ আবু ছালেহ ও মাসুদুর রহমান, সহঃশিক্ষক মোঃ সেলিম খান, ইবতেদায়ি শিক্ষক মোঃ আব্দুর রহিমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
পুনর্মিলনীতে আসা প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক জহিরুল ইসলাম জানান, “এমন মিলনমেলায় যুক্ত হতে পেরে আমি ভীষণ আনন্দিত। আগামীতে আরো সুন্দর ও প্রাণবন্ত আয়োজনের প্রত্যাশা করি। মাদরাসার আগামী দিনের সার্বিক উন্নয়নে আমরা প্রাক্তন শিক্ষার্থীরা ভূমিকা রাখতে চাই।”
অনুষ্ঠানে অংশ নিয়ে প্রাক্তন শিক্ষার্থী মোঃ মেহেদী হাসান বলেন, ” এই ইফতার ও পুনর্মিলনীতে যোগ দিতে পেরে অনেক আনন্দ অনুভব করছি। বিশ্ববিদ্যালয় জীবনের পুরোনো বন্ধু, বড় ভাই ও ছোটদের পেয়ে মনে হচ্ছে শৈশবের দিনগুলোতে চলে এসেছি। তাই শৈশব জীবনে ফেলে আসা স্মৃতিগুলো বেশি বেশি মনে পড়ছে।”
গ্রীন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশে সিইও হিসেবে কর্মরত ও অত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী মোঃ খালিদ সাইফুল্লাহ এলামনাই অ্যাসোসিয়েশন গড়ে তোলার বিষয়ে বলেন, “নলছিটি ইসলামিয়া ফাজিল মাদরাসা ১৯১০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থীরা ক্যাডার সার্ভিসসহ সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠানে সুনামের সাথে কাজ করছে। কিন্তু প্রতিষ্ঠার এতো বছর পার হলেও বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কোন এলামনাই অ্যাসোসিয়েশন গড়ে উঠেনি। আমরা মনে করি নিজেদের পেশাগত মর্যাদা বিকাশের স্বার্থে দ্রুততম সময়ের মাঝে একটি এলামনাই অ্যাসোসিয়েশন গঠন করার উদ্যোগ নেয়া প্রয়োজন। সকলের সম্মতি পেলে আমরা সকল ব্যাচ ও প্রতিষ্ঠানের অংশীজনের সাথে শীঘ্রই এ বিষয়ে আলোচনা করবো।”
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল রাহাত এবং বিএম কলেজের শিক্ষার্থী মেহেরাব হোসেন রিফাত।