
বগুড়ার শাজাহানপুরে এক ব্যক্তির অজান্তেই তার নাম উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটিতে অন্তর্ভূক্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে শাজাহানপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী তোতা মিয়া নামের ওই ব্যক্তি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তোতা মিয়া বলেন, তিনি প্রায় দুই যুগ ধরে বিএনপির সাথে জড়িত। ২০১৭ সালে তিনি ১০ টাকা ফি দিয়ে বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন করেন। ২০১৬ সালে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে খরনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে মেম্বার নির্বাচিত হন। কিন্তু ওই নির্বাচনে খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহিন। এলাকার মানুষকে ইউনিয়ন পরিষদের সেবা দিতে গিয়ে ভিপি সাহিনের সাথে সরকারি সেবা মূলক কার্যক্রমে অংশ নিতে হয়েছে। অপরদিকে ২০২২ সালে শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠনের সময় ভিপি সাহিন স্বেচ্ছাসেবকলীগের কমিটিতে তার নাম অন্তর্ভূক্ত করেছে বলে লোকমুখে তিনি শুনতে পাচ্ছেন। এ বিষয়ে কিছ্ইু জানেন না। অপরদিকে সম্প্রতি একটি কুচক্রী মহল তাকে (তোতা মিয়া) আওয়ামী ট্যাগ দিয়ে নানা অপপ্রচার চালাচ্ছে। এমতাবস্থায় তার শুভাকাংখি স্থানীয় বিএনপির কয়েক জন নেতার পরামর্শে তিনি সংবাদ সম্মেলনের আয়োজন করে উক্ত অপ্রচারের প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে তার সাথে ছিলেন খরনা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি রাজেক আলী মেম্বার, সাবেক সহ-সভাপতি আবু বক্কর, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল করিম প্রমুখ।