
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।
যুবাদের হয়ে একটি করে গোল করেন অধিনায়ক নাজমুল হুদা ও আশিকুর রহমান। নেপালের একমাত্র গোলদাতা সুজন ডাঙ্গোল। আগামী রবিবার ফাইনালে বাংলাদেশ খেলবে দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল ভারত বা মালদ্বীপের সঙ্গে।
আজ (১৬ মে) ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে প্রথমার্ধে কোন দল গোল না পেলেও দুই দলের লড়াইটা ছিল সমান সমানই।
দ্বিতীয়ার্ধে লড়াইটা আরও জমজমাট হয়ে ওঠে। ৭৩ মিনিটে নাজমুলের কর্নারে আশিকুর রহমানের হেডে এগিয়ে যায় বাংলাদেশ। ৮১ মিনিটে ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠা মোহাম্মদ মানিকের পাস থেকে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক নাজমুল। ৮৭ মিনিটে বাংলাদেশের জালে বল জড়ান নেপালের সুজন ডাঙ্গোল।
সংবাদ বুলেটিন / ইন্দ্রজিৎ