পদোন্নতি প্রাপ্ত ইউএনও কে শাজাহানপুরবাসির গণ-সংবর্ধনা
অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি প্রাপ্ত শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদকে গণ-সংবর্ধনা দিয়েছে বগুড়ার শাজাহানপুর উপজেলাবাসি। শনিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে তাকে গণ-সংবর্ধনা প্রদান করা হয়।
আয়োজক কমিটির আহবায়ক সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম শফিকুত তারিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, ইনডিপেনডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান বিলু। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য গোহাইল ইউপি চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংবর্ধনা কমিটির সদস্য অধ্যক্ষ আবু জাফর আলী, ইউপি চেয়ারম্যান ভিপি সাজেদুর রহমান সাহিন, মাহফুজার রহমান বাবলু, আব্দুল্লাহ আল ফারুক, আতিকুর রহমান, মোঃ নুরুজ্জামান, হযরত আলী, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি একেএম জিয়াউল হক জুয়েল, ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু। বিদায়ী ইউএনও’র সময়ে বাস্তবায়িত শাজাহানপুরের বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজের প্রামাণ্য ভিডিও প্রদর্শন করেন সংর্ধনা কমিটির সদস্য মিজানুর রহমান। শাজাহানপুর প্রেস ক্লাবের সভাপতি সংবর্ধনা কমিটির সদস্য সাজেদুর রহমান সবুজ ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সংবর্ধনা কমিটির সদস্য আসাদুজ্জামান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তিবর্গের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। উল্লেখযোগ্য হলো গণ-সংবর্ধনা আয়োজক কমিটি, সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজ, সরকারি চাঁচাইতারা-মাদলা যুক্ত উচ্চ বিদ্যালয়, ইসলামিক ফাউন্ডেশন, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, উপজেলা স্কাউটস্, জাতীয় ইমাম সমিতি, শাজাহানপুর সাংবাদিক মেলবন্ধনের আহবায়ক জিয়াউর রহমান, শাজাহানপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আরিফুর রহমান মিঠু, ভগ্নী নিবেদিতা মঞ্চ, কমিউনিটি পুলিশিং ফোরাম, দুর্নীতি প্রতিরোধ কমিটি, সুশাসনের জন্য নাগরিক-সুজন, প্রাথমিক শিক্ষক সমাজ, শাহনগর সবজি নার্সারি মালিক সমিতি, পুজা উদ্যাপন পরিষদ, ছায়ানীড় বাগান বাড়ি, মকবুল হোসেন স্মৃতি পাঠাগার, বাংলাদেশ মানবাধিকার কমিশন, দলিল লেখক সমিতি, অদম্য যুব ফোরাম, রোপ-সামাজিক উন্নয়ন সংস্থা, আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রাম, দলিত ও বঞ্চিত অধিকার আন্দোলন, রবিদাস ফোরাম সহ অর্ধশতাধিক প্রতিষ্ঠান ও সংগঠন।