
কুমিল্লার দেবিদ্বারে পুকুরে ডুবে মো. আবির (৬) ও রাফি হাসান (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩১ মে) উপজেলার সুলতানপুর ইউনিয়নের ছেচড়াপুকুরিয়া গ্রামের জসীম উদ্দিনের বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। তারা সম্পর্কে চাচাতো ভাই।
আবির ছেচড়াপুকুরিয়া গ্রামের জসীম উদ্দিনের বাড়ির আমান উল্লাহর ছেলে ও রাফি একই বাড়ির ফুল মিয়ার ছেলে। দুজনে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আমান উল্লাহ জানান, সকালে নাশতা খেয়ে আবির ও রাফি হাসান একসঙ্গে খেলতে বের হয়। বাড়িতে দীর্ঘক্ষণ না দেখায় আশপাশে খুঁজতে থাকেন আত্মীয়রা। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর ঘাটে তাদের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা।
দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার আবেদ বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি শুনেছি। তাদের পরিবারের কেউ মৌখিক বা লিখিতভাবে কিছু জানায়নি।