১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের শহীদ নিলয় ও শহীদ জাহিদের কবর জিয়ারত

spot_img

আরিফুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি সাগর মাহমুদ এবং সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শুভ এর নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ শহীদ দুই তরুণ মাহবুব হাসান নিলয় ও জাহিদুল ইসলামের কবর জিয়ারত করেছেন।

গত (৮ অক্টোবর) বুধবার বিকেলে তারা পাবনা কবরস্থানে শহীদ জাহিদুল ইসলাম এবং শহীদ মাহবুব হাসান নিলয়ের কবর জিয়ারত করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদ হন মাহবুব হাসান নিলয় ও জাহিদুল ইসলাম। দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁদের এই আত্মত্যাগ স্মরণে ছাত্রদলের পক্ষ থেকে এই জিয়ারত কর্মসূচি পালন করা হয়।

পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি সাগর মাহমুদ বলেন, “শহীদ নিলয় ও জাহিদ ছিলেন ছাত্রদের অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। তাঁদের রক্তের ঋণ ভুলে যাওয়া যাবে না। আমরা তাঁদের আদর্শ ও আত্মত্যাগের পথ অনুসরণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দৃঢ় প্রতিজ্ঞ।”

কবর জিয়ারত শেষে ছাত্রদলের নেতৃবৃন্দ শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের খোঁজখবর নেন। একই সঙ্গে পরিবারকে ভবিষ্যতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ