বগুড়ার শাজাহানপুরের পারতেখুর দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন শাজাহানপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,দৈনিক দিনকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি ও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সজিবুল আলম সজিব।
গত ১৬ এপ্রিল বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, পদাধিকার বলে প্রতিষ্ঠান প্রধান সুপার মোমিনুল ইসলাম সদস্য সচিব, অভিভাবক সদস্য পদে খরনা ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক মহসিন আলী সাজু, সাধারণ শিক্ষক সদস্য পদে আতিকুর রহমান। মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে রেজিস্ট্রার(প্রশাসন) প্রফেসর মোঃ আবদুছ সাত্তার মিয়া সভাপতির মনোনয়নসহ ৪ সদস্যের এডহক কমিটি ৬ মাসের জন্য অনুমোদন দেন।
সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে নবাগত সভাপতি সজিবুল আলম বলেছেন, মাদ্রাসার উন্নয়ন কল্পে সবোর্চ্চ চেষ্টা অব্যাহত রাখবো। পাশাপাশি তিনি অত্র মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।