মোংলা সংবাদদাতা: বাগেরহাটের মোংলায় ট্রলার চুরি করে কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার মনির হোসেন রোববার সকালে মোংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, ১২ সেপ্টেম্বর ভাণ্ডারিয়া থেকে তাঁর মালিকানাধীন ৩৫ ফুট দৈর্ঘ্যের ইঞ্জিনচালিত ট্রলারটি চুরি হয়। পরে জানা যায়, ট্রলারটি মোংলার ১ নং জেটি এলাকায় পারভেজের ডক ইয়ার্ড ওয়ার্কশপে নিয়ে গিয়ে কেটে বিক্রি করা হচ্ছে।
২০ সেপ্টেম্বর সন্ধ্যায় মনির হোসেন ও তাঁর দুলাভাই নুরআলম তালুকদার মোংলায় এসে খোঁজ নেন। তারা ১ নং জেটি এলাকায় গিয়ে দেখতে পান, ট্রলারটির কিছু অংশ ছিন্নভিন্ন অবস্থায় পড়ে আছে। মনির বলেন, “আমার ট্রলারটি এভাবে কেটে ফেলা দেখে মন খারাপ হয়েছে। আমার পরিবারের রুটি রুজির একটি মাত্র ব্যবস্থা ছিল এই ট্রলারটি।”
থানায় দায়ের করা অভিযোগে মনির হোসেন বলেন, ওয়ার্কশপ মালিক পারভেজ ও আলি আকবর মোল্লাকে অভিযুক্ত করা হয়েছে। স্থানীয়রা বলছেন, এমন চুরি ও সম্পত্তি ধ্বংস এলাকার মানুষের নিরাপত্তার অনুভূতিতে প্রভাব ফেলেছে।
এ বিষয়ে বিবাদী ওয়ার্কশপ মালিক পারভেজ বলেন, মনির তালুকদার নামে এক ব্যক্তি আমার ওয়ার্কশপে ট্রলারটি এনে কাটিং করে। এর বাহিরে আমি আর কিছু জানি না।
মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, অভিযোগের ভিত্তিতে ট্রলারের আংশিক কিছু মালামাল থানায় জব্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় স্থানীয় নাবিক ও ট্রলার মালিকরা উদ্বিগ্ন। দ্রুত ব্যবস্থা নিয়ে দোষীদের বিচারের আওতায় আনা হবে বলে জানান তিনি।