রাব্বি ছৈয়াল
শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর জেলার সাংস্কৃতিক অঙ্গনের ঐতিহ্যবাহী প্লাটফর্ম প্রভাত সাংস্কৃতিক সংসদ, শরীয়তপুর এর ২০২৫ সেশনের বাকী সময়ের জন্য সেটাপ সম্পন্ন হয়েছে।
রবিবার(১৭ আগষ্ট) শরীয়তপুর সরকারী কলেজ প্রাঙ্গনে শিল্পী সমাবেশে সসাসের কেন্দ্রীয় সহকারী নির্বাহী পরিচালক ইসরাইল হোসেন শান্ত সেটাপ ঘোষণা করেন।
২০২৫ সালের বাকি সময়ের জন্য সাংস্কৃতিক সংসদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন তারেক জামিল এবং সহকারী পরিচালক হিসেবে জুনায়েদ আহমেদ ওসামা।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন প্রভাত সাংস্কৃতিক সংসদ এর চেয়ারম্যান সাখাওয়াত কাউসার, নির্বাহী পরিচালক সাইদুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী সংস্কৃতির চর্চাকে একপাশে রেখে ইসলামী আন্দোলন সফল করা দুরহ ব্যাপার। ইসলামী সংস্কৃতির চর্চার মাধ্যমে আমাদের বর্তমান সমাজের বিদ্যমান অপসংস্কৃতির ভয়াল থাবা থেকে মানুষকে মুক্ত করতে হবে।
আমাদের সাহিত্য-সংস্কৃতি চর্চায় গান, কবিতা, নাটক, গল্প, আবৃত্তিসহ সকল বিষয়ে আরো বেশি যোগ্য হিসেবে নিজেদের গড়ে তুলতে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিবর্গকে অনুসরণ করা প্রয়োজন।
কবি কাজী নজরুল ইসলাম, মতিউর রহমান মল্লিক, আল মাহমুদ সহ সমসাময়িক বিভিন্ন কবি সাহিত্যিকের জীবনি দেখলে বুঝতে পারি তারা কিভাবে মানুষের গভীর সমস্যাগুলো তাদের লেখনীতে তুলে ধরেছেন। এবং সমস্যার সমাধানও তাদের লেখনীগুলোর মধ্যে বিদ্যমান ছিল। আশাকরি প্রভাত সাংস্কৃতিক সংসদ, শরীয়তপুরের নতুন নেতৃত্ব সাংস্কৃতিক অঙ্গনের সকল চাহিদা পূরণে নিজেদের আঞ্জাম দিবে।