
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাট উপজেলার লকপুর ইউনিয়নের ১নং ওয়ার্ল্ড জামায়াতের উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টাই উপজেলার লকপুর বাসস্ট্যান্ডের পাশে ফকিরহাট উপজেলা (পশ্চিম) শিবিরের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সাধারণ সভা শুরু হয়।
উক্ত সাধারণ সভায় ওয়ার্ল্ড জামায়াতের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা আমীর মাওলানা এবিএম তৈয়াবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফকিরহাট উপজেলা জামায়াতের অর্থ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম। লকপুর ইউনিয়ন আমির মাওলানা আমির হামজা। বাগেরহাট জেলা শিবিরের সাবেক আইন বিষয়ক সম্পাদক সেলিম মোড়ল। ফকিরহাট উপজেলা (পশ্চিম) শিবিরের সভাপতি দেলোয়ার খান লাবিব।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ফকিরহাট (পূর্ব) শিবিরের সেক্রেটারী আবু বকর সিদ্দিক। ফকিরহাট উপজেলা (পশ্চিম) শিবিরের সাবেক সভাপতি আসাবুর রহমান। বিশিষ্ট কলামিস্ট ফজলুর রহমান প্রমুখ।