
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ আগষ্ট (শুক্রবার) বিকাল চারটায় ফকিরহাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় ফকিরহাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, মাস্টার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করিম।
ফকিরহাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক, গাজী আব্দুর রহিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক, অধ্যাপক শহিদুল ইসলাম। বাগেরহাট জেলা শাখার অর্থ সম্পাদক রবিউল ইসলাম। বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা আমীর মাওলানা এবিএম তৈয়াবুর রহমান। উপজেলা সেক্রেটারি শেখ আবুল আলা মাসুম। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফকিরহাট উপজেলা সভাপতি আবু আইয়ুব আনছারী।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করিম তার বক্তব্যে বলেন- শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রম নীতি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছে। দেশের ছাত্র-জনতা আবাবীল পাখির ন্যায় আন্দোলনে যোগদান করেছিলেন, এজন্য এ দেশ থেকে স্বৈরাচার মুক্ত হয়েছে। এখন ঐক্যবদ্ধ ভাবে সকলকে আল্লাহর জমিনে আল্লার দ্বীনকে টিকিয়ে রাখতে সক্রিয় ভাবে কাজ করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা আমীর মাওঃ তৈয়াবুর রহমান বলেন- জালিমের জুলুম থেকে রক্ষা করার জন্য আল্লাহ তায়া’লা ছাত্রদের আন্দোলনে ধাবিত করেছেন। আজকে এই জালিম স্বৈরশাসক সরকারের পলায়নের ফলে জনগণ কথা বলতে পারছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দুনিয়ার সমস্যার পাশাপাশি আখিরাত পাওয়ার জন্য শ্রমিকদের মধ্যে কাজ করে যাচ্ছে। দুনিয়ার মালিকের জন্য রাতের পর রাত ঘুম হারাম করে কাজ করি, কিন্তু যিনি দুনিয়া এবং আখিরাতের মালিক তার জন্য আমাদের কিছু করনীয় আছে যা আমরা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ। ছাত্র- জনতার এ বিজয় আমাদের কাছে আমানত। আর কোনো জুলুমবাজ যেন আমাদের কাছে না আসতে পারে, এজন্য সজাগ দৃষ্টি রাখতে হবে।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী পিলজঙ্গ ইউনিয়ন আমীর আব্দুর রব, নলধা-মৌভোগ ইউনিয়ন সভাপতি, মাওলানা মোতালেব হুসাইন। ফকিরহাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের তারবিয়াত সেক্রেটারী লাদেন শেখ, আব্দুল্লাহ আল মামুন, আনাস হুসাইন প্রমুখ।