ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ঐতিহাসিক ৭ই মার্চ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঐতিহাসিক ৭ই মার্চ উৎযাপন উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালীতে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন, কুইজ, ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করেছে ফুলবাড়ী উপজেলা প্রশাসন।
সকাল সারে নয়টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর মুরালীতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা পরিষদের জনপ্রতিনিধিবৃন্দ, ফুলবাড়ী থানার কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ী উপজেলা শাখা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।
পরে সকাল সারে দশটায় উপজেলা পরিষদের হল রুমে ফুলবাড়ী উপজেলা প্রশাসক সিব্বির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী থানার ওসি তদন্ত নাজমুস সাকিব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: সুমন কান্তি সাহা, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কবির, উপজেলা প্রকৌশলী আহসান হাবীব ফুলবাড়ী প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক, ফুলবাড়ী মডেল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মাইদুল ইসলাম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী সহ আরও অনেকে।
উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় সংস্কৃতি অনুষ্ঠানে আবৃতি, গান ও বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ পরিবেশন করেন উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ।
শেষে চিত্রাঙ্কন, ৭ই মার্চের ভাষণ ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ করেন উপজেলা প্রশাসক সিব্বির আহমেদ।