ফুলবাড়ীতে ২৪৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক কারবারি আটক
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৃহস্পতিবার দিবাগত শুক্রবার (০৮ মার্চ) রাত ০২.৫৫ টার দিকে ফুলবাড়ী থানাধীন ধরলা ব্রীজ চেকপোস্টে একটি মোটর সাইকেলে যাওয়ার সময় তল্লাশি চালিয়ে ২ মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। আটককৃত ব্যক্তিরা কুটিচন্দ্রখানা গ্রামের আবুল হোসেনের ছেলে মোঃ লিটন মিয়া (২৭), এবং শ্রী অতুল চন্দ্রের ছেলে শ্রী উত্তম কুমার (২৪)। স্থানীয় লোকজনের উপস্থিতিতে ফুলবাড়ী থানা পুলিশ তাদের দেহ তল্লাশী করে মোঃ লিটন মিয়া (২৭) এর প্যান্টের পকেটে থাকা দুইটি ডারবি সিগারেটের প্যাকেটের ভেতর ১৪৫ (একশত পয়চল্লিশ) পিচ ও অপর ব্যক্তি শ্রী উত্তম কুমার (২৪) এর পকেটে থাকা একটি ডারবি সিগারেটের প্যাকেটে থাকা ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট সর্বমোট ২৪৫ (দুইশত পয়চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে ও জেল হাজতে পাঠানো হয়েছে।