এক সন্তানের জননীকে বিয়ে করতে সুদূর সৌদি আরব থেকে দেশে ফিরেছেন নেজামূল হক নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যপাড়া গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, জুলেখা বেগম (৩২) নামে এক নারী স্বামী আব্দুর রহমানকে হারান কয়েক বছর আগে। একমাত্র সন্তানকে নিয়ে তিনি শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন। এ অবস্থায় তার ফেসবুকে পরিচয় হয় সৌদি প্রবাসী নেজামূল হকের সঙ্গে।
পরিচয় থেকে প্রেম, এরপর চলতি বছরের ৩ জানুয়ারি ইসলামি শরিয়াহ অনুযায়ী অনলাইনেই বিয়েও সম্পন্ন হয় তাদের। সম্পর্কের টানে ১৮ জুলাই (শুক্রবার) সরাসরি জুলেখার কাছে ছুটে আসেন প্রবাসী যুবক। বিষয়টি এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা গেছে, নেজামূলের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না থাকলেও তার কাছে বাংলাদেশের পাসপোর্ট ও সৌদি আরবের জন্মসনদ রয়েছে। জন্মসনদ অনুযায়ী, তার পিতার নাম আয়ুব আলী এবং স্থায়ী ঠিকানা কক্সবাজার সদর উপজেলার কালির চারা ঈদগা লেন এলাকায়।
ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া শাজাহানপুর থানার এসআই এখলাছুর রহমান জানান, “বিয়ের পর প্রবাসী যুবক স্ত্রীকে সঙ্গে নিয়ে শাজাহানপুরের বি-ব্লক এলাকায় অবস্থান করছেন। অনুসন্ধানে তার নাগরিকত্ব এবং বৈধতা নিশ্চিত হওয়া গেছে।”
বিষয়টি ঘিরে রহিমাবাদ এলাকায় চলছে নানা আলোচনা-সমালোচনা ও কৌতূহল তৈরি হয়েছে।