
শাজাহানপুর বার্তা ডেস্ক রিপোর্ট:
বগুড়ায় অগ্নিকাণ্ডে আটকা পড়ে সোয়াদ (৫) নামে এক শিশু আহত হয়েছে। গতকাল শনিবার (৩ জুন) বিকেলে শহরের ফুলবাড়ী উওরপাড়া এলাকায় একটি আবাসিক ভবনের চারতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহত সোয়াদ ওই এলাকার মোহাম্মাদ আলমের ছেলে। অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম।
তিনি জানান, আলমের ছোট ছেলে সোয়াদ বাসায় ঘুমিয়ে ছিল। বিকেলে বড় ছেলেকে প্রাইভেট থেকে নিয়ে আসতে বের হন আলমের স্ত্রী। এ সময় ওই বাড়িতে আগুন লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসে। তার আগেই ওই শিশুকে স্থানীয়রা বাসা থেকে বের করে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
আব্দুল হালিম বলেন, আগুনে শিশুটির পায়ের কিছু অংশ পুড়ে গেছে। তবে আশঙ্কাজনক নয়। আর প্রায় আধাঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় প্রায় লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।।