নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি ছাড়াই কার্যক্রম পরিচালনা করার অভিযোগে বগুড়া শহরে এক ক্লিনিককে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি ) বিকেলে শহরের সাবগ্রাম চারমাথা মোড় এলাকায় ভাই ভাই ডায়াগনষ্টিক ও ক্লিনিকে অভিযানে পরিচালনা করে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল ইসলাম রিজভী।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা গণমাধ্যমকে বলেন , আবাসিক চিকিৎসক, প্রশিক্ষিত জনবল ও ক্লিনিক পরিচালনার অনুমতি না থাকায় ভাই ভাই ডায়াগনস্টিক ও ক্লিনিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। তবে ক্লিনিক কর্তৃপক্ষ অনুমতির জন্য যেহেতু আবেদন করেছেন সেই কারণে তাদের ১৫ দিন সময় দেয়া হয়েছে, এরমধ্যে অনুমোদন না পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অভিযানে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি পাশাপাশি র্যাব-১২ এর সদস্যরা উপস্থিত ছিলেন।