বগুড়ার আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ ১২ মামলার আসামী সন্ত্রাসী রাজু পালোয়ানকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার রাজু পালোয়ান উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির মোস্তাকিন পালোয়ানের ছেলে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মেহেদী হাসান জানান, রবিবার রাতে সান্তাহার পৌর শহরের মালগুদামের সামনে রাস্তার উপর এক ব্যক্তি অবৈধ দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করেছিল।
গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযান শেষে তার কাছে থেকে অবৈধ ধারালো ২টি ছুরি উদ্ধার করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে জানান, রাজু পালোয়ান একজন চিহ্নিত সন্ত্রাসী তার বিরুদ্ধে আদমদীঘি থানা সহ বিভিন্ন থানায় মোট ১২ টি মামলা রয়েছে।