বগুড়ায় একসাথে চার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন জান্নাতি আক্তার জুই (৩৫) নামের এক নারী। বর্তমানে মা ও নবজাতকরা সুস্থ আছেন এবং তারা হাসপাতালের তত্ত্বাবধানে রয়েছেন।
শুক্রবার রাত ১০টার দিকে টি এম এস এস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান প্রসব করানো হয়।
হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মনোয়ারা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।
জুই বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সাহারপুকুর গ্রামের বাসিন্দা এবং তিনি সৌদি প্রবাসী শরিফুল ইসলামের স্ত্রী। তাদের একটি ৮ বছর বয়সী ছেলে রয়েছে। গত বছর জান্নাতি আক্তার জুই ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান এবং সেখানে স্বামীর সঙ্গে কিছুদিন অবস্থান করেন। এরপর তিনি গর্ভবতী অবস্থায় দেশে ফেরেন।
জুইয়ের খালা মোসলেমা বেগম জানান, শুক্রবার বিকেলে হঠাৎ প্রসব ব্যথা উঠলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। পরে রাতেই চিকিৎসকরা সফলভাবে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে চারটি পুত্র সন্তানের জন্ম দেন। একসাথে চার সন্তান জন্ম নেওয়ার খবরে জুইয়ের স্বামী শরিফুল ইসলাম অত্যন্ত আনন্দিত হয়েছেন বলে জানান তিনি।
ডা. মনোয়ারা খাতুন আরও বলেন, গর্ভাবস্থায় জুই সৌদি আরব থেকে দেশে ফিরে বাসায় বিশ্রামে ছিলেন। প্রসব ব্যথা শুরু হলে দ্রুত হাসপাতালে আনা হয়। পরীক্ষায় দেখা যায়, গর্ভে চারটি সন্তান রয়েছে এবং তাদের বয়স ৩২ সপ্তাহ। রোগীর শারীরিক অবস্থা অনুকূলে না থাকায় নির্ধারিত সময়ের পাঁচ সপ্তাহ আগেই সিজারিয়ান অপারেশন করা হয়। বর্তমানে মা ও চার নবজাতক সুস্থ রয়েছেন এবং নবজাতকদেরকে শিশু ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে।