৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বগুড়ায় খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে শিক্ষক শিক্ষার্থী সহ আহত-৩

spot_img

 

 

বগুড়ার নন্দীগ্রামে মাধ্যমিক পর্যায়ে গ্রীষ্মকালীন ক্রিয়া ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ মাঝগ্রাম এম.এ ফাজিল মাদ্রাসার ৩জন মাদ্রাসা শিক্ষার্থী গুরুত্বর আহত হওয়ার ঘটনা ঘটেছে। গুরুতর আহত হওয়া ওই মাদ্রাসা শিক্ষার্থীদের নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। উক্ত ঘটনায় ওই তিনজন ছাড়া আরও ১৫ শিক্ষার্থী মারপিটের শিকার হওয়ার খবর পাওয়া গেছে। মারধরের শিকার হওয়া মাঝগ্রাম এম.এ ফাজিল মাদ্রাসার শিক্ষক/ শিক্ষার্থীরা তাৎক্ষনাত হাটকড়ই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট অভিযোগ করলে তিনি কোনরুপ গুরুত্ব না দেওয়ায় মারপিটের শিকার হওয়া শিক্ষক/শিক্ষার্থীরা শিক্ষা অফিস কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন, মাঝগ্রাম এম.এ ফাজিল মাদ্রাসার সমাজবিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক আবু তালহা। অভিযোগে তিনি উল্লেখ করে বলেন, মাধ্যমিক শিক্ষা অফিসের আদেশে ৫২ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বাছাইপর্বে রবিবার (২১সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় হাটকড়ই বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী বনাম হাটকড়ই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ৫০ মিনিটের খেলায় উভয় পক্ষের কোন গোল না হওয়ায় টাইব্রেকার এর মাধ্যমে হাটকড়ই উচ্চে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১-০ গোলে জয়লাভ করে। খেলা শেষে পরাজিত হয়ে আমার শিক্ষার্থী ও শিক্ষকগণ মাদরাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার সময় হাটকড়ই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অতর্কিত হামলা করে। এর আগে খেলা চলাকালীন সময় উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে তারা আমাদের শিক্ষার্থীদের উপর আকস্মিক হামলা চালায়। হামলার এক পর্যায়ে আমরা আমাদের শিক্ষার্থীদের উদ্ধার করতে গেলে উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উপর চড়াও হয়ে হেনস্থা ও মারপিট করে। এঘটনায় আমাদের ৩জন শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এছাড়াও শিক্ষকসহ অন্তত ১৫ শিক্ষার্থী মারপিটের শিকার হয়েছে। উক্ত বিষয় নিয়ে হাটকড়ই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকে নিকট অভিযোগ করলে তিনি কোনরুপ গুরুত্ব দেননি। এমতাবস্থায় উক্ত ঘটনার সঠিক বিচার চেয়ে শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগ দেন তিনি। এ বিষয়ে হাটকড়ই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিককের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, খেলাকে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে বিষয়টি নিয়ে বসার জন্য তাদের ডাকলে তারা আসেন নাই। এবিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ