বগুড়ায় মানবজমিনের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বাংলা ভাষায় প্রথম ট্যাবলয়েড দৈনিক মানবজমিন পত্রিকার ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়েছে।
২০ ফেব্রুয়ারী সোমবার দুপুর ১ ঘটিকায় বগুড়া মানবজমিন অফিসে এ আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপস্থিত ছিলেন বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা। এছাড়া দীপ্ত টিভি, বাংলাটিভি,এখন টিভি,এনটিভি,দৈনিক নয়াদিগন্ত,কিউ টিভি,নিউজ জি,প্রজন্ম নিউজ দৈনিক সংগ্রাম,দৈনিক সাতমাথা,মানব জমিনের উপজেলা প্রতিনিধিরা সহ আরো অনান্য সাংবাদিক বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন,সমাজের অসঙ্গতি ও বৈষম্য তুলে ধরার ক্ষেত্রে মানবজমিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পত্রিকাটির পথচলা আরও শানিত হোক এবং একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণে মানবজমিনের ভূমিকা আগামী দিনে উত্তরোত্তর বৃদ্ধি পাক, এটাই কামনা করছি।