৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় শিশু মৃত্যু!

spot_img

নিজস্ব প্রতিবেদক: বগুড়া-নওগাঁ মহাসড়কে আদমদীঘির সদরে স্কুলে যাওয়ার পথে অটোভানের সাথে মোটরসাইকেলের ধাক্কায় আরমিন আক্তার (৭) নামের এক শিশু মৃত্যু  হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টায় আদমদীঘি হাসপাতাল গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরমিন আদমদীঘি উপজেলার সুদিন গ্রামের আবু ইউসুফ আলীর মেয়ে। সে শিশু নিকেতন স্কুলের প্লে শ্রেণির শিক্ষার্থী।

এসময় ওই অটোভ্যানে থাকা আরও ৪ যাত্রী আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল ৯টায় আরমিন আক্তারকে তার মা অটোভ্যানে স্কুলে নিয়ে যাওয়ার পথে মহাসড়কের হাসপাতাল মোড় পার হচ্ছিল। এমন সময় তিন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল ওই অটোভ্যানকে সজোরে ধাক্কা দিলে ভ্যান থেকে ছিটকে পড়ে শিশু আরমিন। গুরুতর আহত আরমিনকে আদমদীঘি হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় আর চার জন আহত হন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, এ ঘটনায় পুলিশ মোটরসাইকেলটি আটক করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ