নিজস্ব প্রতিবেদক : বগুড়ার দুপচাঁচিয়ায় সাবেক স্বামীর হাতে হাবিবা আক্তার (২৬) নামের এক নারী খুন হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ধাপ সুখানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাবিবা ওই এলাকার বাবলু প্রামাণিকের মেয়ে।
এ ঘটনায় শুক্রবার দুপুরে বাবলু প্রামাণিক বাদী হয়ে হত্যায় অভিযুক্ত সাবেক (তালাকপ্তাপ্ত) স্বামী মাইফুল ইসলাম মাফুনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন৷
এসব তথ্য নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার।
পুলিশের এই কর্মকর্তা জানান, গত মাস আগে মাফুনের সাথে হাবিবার বিচ্ছেদ হয়। তাদের ছয় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তাদের বিচ্ছেদ হলেও একই এলাকায় দুইজন আলাদা আলাদা ভাড়া বাসায় থাকতো। বৃহস্পতিবার রাতের কোন এক সময় মাফুন হাবিবার ঘরে কৌশলে প্রবেশ করে। সেখানে তাদের কথা-কাটাকাটি হলে এক পর্যায়ে হাবিবাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। পরে স্বজনেরা সকালে খবর দিলে পুলিশ যেয়ে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ( শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। এছাড়া পলাতক মাফুনকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে।