নিজস্ব প্রতিবেদক : বগুড়া শহরে মাদক বিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে বগুড়া ডিবি।
ডিবি প্রেসরিলিজ সূত্রে জানা গেছে, বগুড়া ডিবি একটি টিম সোমবার ( ১১ মার্চ) ১৮.৪০ ঘটিকায় সদর উপজেলার কালিবালা গ্রামস্থ জনৈক মোঃ বাপ্পি মোল্লা, পিতা-মৃত আব্দুল মতিন এর বসতবাড়ী হইতে আসামী মোঃ বাপ্পি মোল্লা (৩২), পিতা-মৃত আব্দুল মতিন, সাং-কালিবালা, এবং মোঃ শুভ আলম (২৫), পিতা-মৃত জাহাঙ্গীর আলম, সাং-বাদুরতলা, উভয় থানা-সদর, জেলা-বগুড়াদ্বয়কে ১০ (দশ) কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রুজুপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।