বগুড়া শহরের মালতিনগর এলাকায় তিন শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। একই অভিযানে অপহৃত তিন শিক্ষার্থীকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) দুপুরে বগুড়া সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাজ্জাদ রায়হান আকাশের নেতৃত্বে সেনা টহলদল এই অভিযান পরিচালনা করে। মালতিনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী তাৎক্ষণিক অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করে এবং অভিযুক্ত চার কিশোর গ্যাং সদস্যকে আটক করে।
অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ৭টি দেশীয় অস্ত্র, ১৩টি সিমকার্ড, ৩টি ফাঁকা স্ট্যাম্প, ২৭ লাখ ৫০ হাজার টাকার একটি চেক, একটি কম্পিউটার সেট, বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম।
অপহরণের পর ভুক্তভোগী শিক্ষার্থীদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করা হয়েছিল বলে জানা গেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর তাৎক্ষণিক ও সফল অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে। স্থানীয় জনগণ সেনাবাহিনীর কার্যকর পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।