
নিজস্ব প্রতিবেদক : বগুড়ায় র্যাবের অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে জেলার শাজাহানপুর উপজেলার মাঝিড়া মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারি হলো, নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ভাবনচুর (সরাতিস্তা) এলাকার মৃত জাফরের ছেলে দুলু মিয়া (৩৪)।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় নীলফামারী থেকে শেরপুরের উদ্দেশ্যে একটি মোটরসাইকেল যোগে গাঁজা পরিবহন করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকস টিম বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার মাঝিড়া মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৫ কেজি গাঁজাসহ ওই দুই যুবককে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে এর আগেও বগুড়ার শিবগঞ্জ থানায় একটি মাদক মামলা রয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে শাজাহানপুর থানায় পাঠানো হয়েছে।