৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বগুড়ার শেরপুরে বিতর্ক, ক্রীড়া প্রতিযোগিতা ও দেয়াল পত্রিকা প্রকাশ

spot_img

 

ইমামুল মিল্লাত, শেরপুর (বগুড়া):

বগুড়ার শেরপুরে ধনকুন্ডি শাহনাজ সিরাজ উচ্চবিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিতর্ক প্রতিযোগিতা, অন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতা এবং দেয়াল পত্রিকা প্রকাশ অনুষ্ঠান। সোমবার (৪ আগস্ট) দিনব্যাপী বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস আর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বগুড়া জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী। বিশেষ অতিথি ছিলেন শেরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন, ফুড ভিলেজের সিইও শাহ মোঃ জনি, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, শিক্ষক আব্দুস সালামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।

অনুষ্ঠানের প্রথম পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে উপস্থিত বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে তারা জলবায়ু পরিবর্তন, এর প্রভাব এবং জনসচেতনতা বিষয়ে বক্তব্য ও যুক্তি উপস্থাপন করে। জলবায়ু বিষয়ক দুটি প্রস্তাবনার ওপর দলগত বিতর্কে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।দ্বিতীয় পর্বে, ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অংশ গ্রহণে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। এর আগে অনুষ্ঠিত বাছাই পর্বের মাধ্যমে চূড়ান্ত পর্বে ওঠা দলগুলো প্রতিযোগিতায় অংশ নেয়।
একই দিনে শিক্ষার্থীদের সৃজনশীল চর্চার অংশ হিসেবে প্রকাশিত হয় ‘৩৬ জুলাই’ ও ‘কদম ফুল’ নামক দেয়াল পত্রিকা, যেখানে স্থান পায় শিক্ষার্থীদের লেখা কবিতা, গল্প, প্রবন্ধ ও চিত্রকলার মনোমুগ্ধকর সংকলন। দেয়াল পত্রিকাটি দর্শনার্থীদের প্রশংসা অর্জন করে।অনুষ্ঠান শেষে বিতর্ক, বক্তৃতা, ক্রীড়া এবংদেয়াল পত্রিকায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণে পুরো আয়োজনটি আনন্দময় ও সফল হয়ে ওঠে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ