নিজস্ব প্রতিবেদক : বগুড়া কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক ও প্রতিষ্ঠানের সভাপতি মো. সাইফুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসকের সহধর্মিনী লাকী আক্তার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা, কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আল মামুন সরদার।
এর আগে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রীড়া উৎসব শুরু হয়।