
বগুড়ার ধুনট উপজেলায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সাধারণ ছাত্রদের নিয়ে আলোচনা সভা ও কুরআন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখা।
১৯ মার্চ (বুধবার) দুপুর ২ ঘটিকায় উপজেলার মডেল মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া জেলা পূর্ব ছাত্রশিবির সেক্রেটারি শাহরিয়ার হাসান বিপ্লবের সঞ্চালনায় ও বগুড়া জেলা পূর্ব শাখার সভাপতি জোবায়ের আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ফখরুল ইসলাম।
এসময় প্রধান অতিথি মোহাম্মদ ফখরুল ইসলাম তার বক্তব্যে বলেন, “ছাত্রশিবির সাধারণ ছাত্রদের কুরআন ও সুন্নাহর জ্ঞানার্জনে উৎসাহিত করার মাধ্যমে আদর্শবান জাতিগঠনে কাজ করে যাচ্ছে।” তিনি আরো বলেন “আমাদের বদরের চেতনাকে ধারন করে সমাজের সকল প্রকার জুলুমকে প্রতিহত করার জন্য সোচ্চার হতে হবে”
এসময় অতিথিদের ভিতরে আরো উপস্থিত ছিলেন তৌফিকুল ইসলাম তাকি, তালিবুল হাবিব, নাজমুল হক নাইম, লুৎফর রহমান, আব্দুস সোবহান, নাজমুস সাকিব, ধুনট উপজেলা ছাত্রশিবির সভাপতি সজিব আহমেদ সহ আরো অনেকেই।