বগুড়া শাজাহানপুরে জমির বিরোধে মারপিটের অভিযোগ_ গুরুতরভাবে আহত ১
বগুড়া শাজাহানপুরের কামারপাড়া উত্তর পাড়ায় জমির বিরোধ নিয়ে মারপিটের অভিযোগ উঠেছে।গত ১৬ ফেব্রুয়ারি ১১.০০ ঘটিকায় এ ঘটনা ঘটে।
ঘটনার চাঁন মিয়া নামক ব্যক্তি থানায় অভিযোগ করেছে,অভিযোগে বলা হয়
জনাব, বিনীত নিবেদন এই যে, আমি মোঃ চাঁন মিয়া (৪৬), পিতা-মৃত রইচ উদ্দিন মোল্লা, মাতা-মৃত গফুরন, সাং-কামারপাড়া উত্তরপাড়া, ইউনিয়ন-চোপীনগর, থানা-শাজাহানপুর, জেলা বহুড়া এই মর্মে খানায় হাজির হইয়া বিবাদী ১। মোঃ আজিজুল (৩২), ২। মোঃ মিলন (৪০), উভয় পিতা-মোঃ আনছার আলী, ৩। মোছাঃ হালিমা বেগম (৩৫), স্বামী-মোঃ মিলন, ৪। মোঃ আনছার আলী (৬০), পিতা-মৃত নইমদ্দিন, সর্ব সাং-কামারপাড়া উত্তরপাড়া, ইউনিয়ন-চোপীনগর, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়াগদ সহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করিতেছি যে, জমি-জমা সংক্রান্ত বিষয়াদি লইয়া বিবাদীগণের সহিত দীর্ঘদিন যাবৎ বিরোধ চলিয়া আসিতেছে এবং বিজ্ঞ আদালতে মামলা চলমান রহিয়াছে। এরই জের ধরিয়া ইং ১৬/০২/২০২৪ তারিখ বেলা অনুমান ১১.০০ ঘটিকার সময় বিবাদীগণ সহ অজ্ঞাতনামা বিবাদীরা হাতে লাঠি সোঠা লইয়া আমার বাড়ীর সামনে আসিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। তখন আমার স্ত্রী মোছাঃ শহিদা বেগম ও আমার ছেলে মোঃ শুভ বিবাদীগণদের গালিগালাজ করিতে নিষেন করিলে বিবাদীগণ তাহাদের হাতে থাকা লাঠি সোঠা দ্বারা ও কিল ঘুষি মারিয়া আমার স্ত্রী ও ছেলের শরীরের বিভিন্ন স্থানে মারপিট করিয়া ছিলা ফোলা ও বেদনাদায়ক জখম করে। তখন তাহাদের বাঁচানোর জন্য আমার ভাইয়ের স্ত্রী মোছাঃ আলেফা বেগম (৪০), স্বামী-মোঃ বাবলু, আগাইয়া আসিলে বিবাদীগণ লাঠি সোঠা দ্বারা তাহার শরীরের বিভিন্ন স্থানে মারপিট করিয়া ছিলা ফোলা ও বেদনাদায়ক জখম করে। মারপিটের একপর্যায়ে বিবাদীগণ আমার বাড়ীর প্রাচীরের বেড়া, ঘরের বেড়া সহ অন্যান্য জিনিসপত্র ভাংচুর করিয়া অনুমান ২০,০০০/- টাকার ক্ষতি সাধন করে এবং ১নং বিবাদী আমার স্ত্রীর গলায় থাকা একটি ৮আনা ওজনের স্বর্ণের চেইন যাহার মূল্য অনুমান ৫০,০০০/- টাকা নেওয়া সহ কাড়প চোপড় টানা হেচরা করিয়া ছিড়ে ফেলিয়া শ্লীতাহানি ঘটায়। তখন তাহাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিলে বিবাদীগণ আমার স্ত্রী, ছেলে ও ভাবিকে প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে। ঘটনার বিষয়ে সাক্ষী ১। মোঃ সাইদুল (৪৫), পিতা-মৃত রউচ উদ্দিন, ২। মোঃ আরিফুল ইসলাম (৩২), পিতা-মোঃ জাহিদুল ইসলাম, ৩। মোঃ বাদল (৩৫), পিতা-মোঃ বাদশা, ৪। মোছাঃ মুক্তিলা বেগম (৩৬), স্বামী- মোঃ শহিদুল ইসলাম, ৫। মোছাঃ শাহিনুর বেগম (৩৮), স্বামী-মোঃ মুকুল হোসেন, সর্ব সাং- কামারপাড়া উত্তরপাড়া, ইউনিয়ন-চোপীনগর, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়াগণ সহ বিষয়টি সম্পর্কে আরো অনেকেই অবগত আছেন। বিষয়টি আমি আমার স্ত্রীর নিকট শুনিয়া আমার নিকট আত্মীয়-স্বজন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গদের সহিত আলোচনা করিয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের করিতে সামান্য বিলম্ব হইল।
অতএব, উল্লেখিত বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করিতে মর্জি হয়।
নিবেদক(মোঃ চাঁন মিয়া)
শাজাহানপুর থানা সূত্রে জানা যায়, অভিযোগ গ্রহণ করেছে,তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।