
বগুড়া শাজাহানপুরে ট্রাকসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার
মাদক অভিযানে বরাবরই কাজ করে যাচ্ছে শাজাহানপুর থানা পুলিশ।এরই ধারাবাহিকতায় গত ২৮ ফেব্রুয়ারী শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় এসআই আনিছুর রহমান সঙ্গীয় ফোর্সে বি-ব্লক বিজয়াঙ্গন এর সামনে হাইওয়ে পাকা রাস্তার উপর থেকে ৬০ বোতল ফেনসিডিল ও একটি ট্রাকসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।ঘটনাস্থল থেকে সুকৌশলে দৌঁড়ে একজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
আটককৃতরা হলেন মানিক মুরমু মানেশ ও সুমন হোসেন আলিফ।জানা যায় দিনাজপুরে তারা দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে।তারা জয়পুরহাট পাঁচবিবি হিলি হতে একটি পণ্যবাহী ট্রাকে করে ফেন্সিডিল নিয়ে ঢাকার যাচ্ছিলেন।
এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে এবং আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।