
শেরপুর বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে জায়গা জমি নিয়ে মারপিটের মামলার আসামি জামিনে আসার পরে সেই দিন রাতে আবারও আসামিকে মারপিট করে আহত করার ঘটনা ঘটিয়েছে ঐ মামলার বাদী। এ বিষয়ে থানায় অভিযোগ করেছে আহত আসামি আশাদুল ইসলাম।
অভিযোগে জানাযায়, শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের চকমুকুন্দ গ্রামের নায়েব আলীর সাথে একই গ্রামের আসাদুল ইসলামের জায়গা জমি সংক্রান্ত মামলা কোর্টে চলমান রয়েছে। ১৩ জুলাই বগুড়ায় আদালতে মামলার হাজিরা দিয়ে আসার সময় রাত্রি আনুমানিক ৮ ঘটিকায় নায়েব আলীর বাড়ির দক্ষিণ পার্শ্বের বাঁশঝাড় সংলগ্ন কাঁচা রাস্তায় পৌঁছালে অতর্কিত মো:খোকা এর ছেলে জিয়া, খোকন, নায়েব আলী ও তার তিন ছেলে মিঠু, মিলন হোসেন এবং মিরু আসাদুলের ওপর হামলা করে তিন জনকে আহত করেন।
তার চিৎকার চেঁচামেচিতে তার খালাতো ভাই এবং তার মা তাকে রক্ষার জন্য আগাইয়া আসিলে বিবাদী গণ তাহাদের উপরে বাঁশের লাঠি, লোহার রড, হাসুয়াসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। শরীরের বিভিন্ন অংশে আঘাত করে এবং দুলালের এবং বাদির নিকট থেকে মোবাইল ফোন কাড়িয়া লয়। বাদীসহ তার মা এবং দুলালের চেঁচামেচিতে আশেপাশের প্রতিবেশীরা আগাইয়া আসিলে বাধার মুখে বিবাদী গণ পালাইয়া যায়। বিবাদী সহ আরো দুইজন আহত অবস্থায় শেরপুর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এই বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা বলেন, এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।