৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বগুড়া-সিরাজগঞ্জে ডুয়েল গেজ রেলপথ: উত্তরাঞ্চলে যাতায়াত কমবে ৪ ঘণ্টা

spot_img

দীর্ঘদিন পর আবারও শুরু হতে যাচ্ছে বগুড়া-সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ প্রকল্পের কাজ। প্রস্তাবিত রেলপথের ভূমি অধিগ্রহণের জন্য অর্থ বরাদ্দ দিয়েছে সরকার। প্রকল্পটি বাস্তবায়ন হলে রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলে যাতায়াতের সময় বাঁচবে প্রায় ৪ ঘণ্টা। দূরত্ব কমবে ১১৫ কিলোমিটার। এতে কৃষি ও শিল্পপণ্য এবং যাত্রী পরিবহনে গতি আসবে বলে জানান সংশ্লিষ্টরা।

জানা যায়, সিরাজগঞ্জবাসীর দীর্ঘদিনের আন্দোলনের ফলে ২০১৮ সালে বগুড়া-সিরাজগঞ্জ ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্প হাতে নেয় রেল বিভাগ। তবে পুরাতন রেলপথটি বন্ধ রেখে নতুন পথের নকশা প্রণয়ন করায় সিরাজগঞ্জ ও বগুড়া জেলায় ভূমি অধিগ্রহণ করতে হচ্ছে ৯৬০ একর। এরমধ্যে বগুড়ার অংশে ৫২ কিলোমিটার রেলপথের জন্য ৫১০ একর ও সিরাজগঞ্জ অংশের ৩২ কিলোমিটারের জন্য ৪২০ একর ভূমি অধিগ্রহণ করতে হচ্ছে।

সম্প্রতি এই প্রকল্পের জমি অধিগ্রহণ এগিয়ে নিতে সিরাজগঞ্জ অংশে ভূমি অধিগ্রহণের জন্য ৯৫০ কোটি টাকা বরাদ্দ পেয়েছে জেলা প্রশাসন। অধিগ্রহণের সব প্রস্তুতি শেষ করে ক্ষতিগ্রস্তদের দেয়া হচ্ছে অর্থ বরাদ্দ।

প্রকল্পটি বাস্তবায়ন হলে রাজধানীর সঙ্গে উত্তরের জেলাগুলোতে যাতায়াতের দূরত্ব কমবে ১১৫ কিলোমিটার। এতে আশার আলো দেখছেন পুরো উত্তরবঙ্গবাসী।

কলেজছাত্র আবু হানিফ বলেন, ‘বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন প্রকল্পটি বাস্তবায়ন হলে আমরা দ্রুত এখান থেকে উত্তরবঙ্গে বিভিন্ন জেলার সঙ্গে যোগাযোগ করতে পারব। পাশাপাশি উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় মানুষরা খুব সহজেই রাজধানীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন।’

বগুড়া-সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ চালু হলে উত্তরাঞ্চলের কৃষি ও শিল্পপণ্য এবং যাত্রী পরিবহনে গতি আসবে। ছবি: সময় সংবাদ

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু জানান, এই রেল যোগাযোগটি বাস্তবায়ন হলে এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের প্রসারের পাশাপাশি রেল যোগাযোগ ব্যবস্থারও গতি আসবে।

সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির সদস্য নব কুমার কর্মকার বলেন, ‘পুরো প্রকল্পের মধ্যে ৯টি নতুন স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে বগুড়ায় চারটি ও সিরাজগঞ্জে পাঁচটি স্টেশন। এ ছাড়া বগুড়ার রানীরহাট ও সিরাজগঞ্জ সদরে দুটি নতুন জংশন স্টেশন নির্মাণ করা হবে। তবে গুরুত্ব বিবেচনায় সিরাজগঞ্জের জংশনটি শহরের রায়পুরে করার দাবি জানান তিনি।

এ বিষয়ে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম জানান, অর্থছাড়ের বিষয়টি নিশ্চিত করে ইতিমধ্যে জমির মালিকদের ক্ষতিপূরণ দেয়ার জন্য নোটিশ দেয়া হয়েছে। সিরাজগঞ্জ-বগুড়া রেললাইন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ হাজার কোটি টাকা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ