প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২২ | ৩:৪০ অপরাহ্ণ
বগুড়ার শাজাহানপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা

বগুড়ার শাজাহানপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছেন উপজেলা প্রশাসন। বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
বিশেষ অতিথি ছিলেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চল ব্যুরো চীফ হাসিবুর রহমান বিলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। আমন্ত্রিত অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান ভিপি সাজেদুর রহমান সাহিন, আলী আতোয়ার তালুকদার ফজু, মাহফুজার রহমান বাবলু, আতিকুর রহমান, নুরুজ্জামান, আতিকুর রহমান, সাইফুল ইসলাম বিমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোতারব হোসেন।
সম্পাদক: নজরুল ইসলাম (মিলন) || প্রকাশক: মো: মনজুরুল ইসলাম (রিপন)
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।