বগুড়ার ধুনট উপজেলায় সাত বছরের এক শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যার দায়ে কলেজশিক্ষার্থীসহ চারজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর এ আদেশ দেন। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন উপজেলার নশরতপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে কলেজছাত্র বাপ্পি আহম্মেদ (২৪), দলিল উদ্দিন তালুকদারের ছেলে কামাল পাশা (৩৭), ছানোয়ার হোসেনের ছেলে শামীম রেজা (২৪) ও মৃত সাহেব আলীর ছেলে লাভলু শেখ (২৩)।