
বগুড়া শাজাহানপুরে রাত্রিকালীন শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে উপজেলা চুপি নগর ইউনিয়নের শাহনগর এলাকায় এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
নাইট শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাবেক ছাত্রনেতা সরকারি শাহ সুলতান কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত ভিপি, খরনা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, বগুড়া জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা ভি,পি সাজেদুর রহমান শাহীন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভিপি সাজেদুর রহমান শাহিন বলেন,” বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সর্বপ্রথম যুবসমাজকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন নেশা মুক্ত মাদকমুক্ত যুব সমাজের পারে স্বপ্নের সোনার বাংলা গড়তে আমাদের সবার উচিত যুব সমাজকে খেলাধুলার প্রতি এবং পড়াশোনার প্রতি মনোযোগী করা। তার বক্তব্য তিনি যুবসমাজকে আশ্বাস দেন যে, তাদের খেলাধুলার সরঞ্জামাদি সংগ্রহে সরকারের সহায়তা পেতে সর্বোচ্চ সহযোগিতা করতে তিনি প্রস্তুত আছেন। এছাড়া ব্যক্তিগতভাবেও সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে তিনি উপজেলা যুব সমাজের পাশে থাকবেন বলেও আশ্বস্ত করেন। ”
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চুপিনগর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কেএম জিয়াউল হক জুয়েল, চুপিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাচ্চু, অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম রিপন, হুমায়ন কবির, উপজেলা সহ অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, খোট্টাপড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাসেল মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা পারভেজ হোসেন, চুপিনগর ইউপি সদস্য রফিকুল ইসলাম মেম্বার প্রমুখ।