
সুনামগঞ্জ প্রতিনিধি:
‘মানবতায় আঁকি সমাজের ছবি’ স্লোগান নিয়ে চিত্রাংকনের মাধ্যমে বন্যার্তদের জন্য অনুদান সংগ্রহ করেছে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি।
শনিবার বিকেল ৪ টায় রিভারভিউয়ে শিশুদের নিয়ে অনুষ্ঠিত হয় এই চিত্রাংকন। এর আগে থেকেই শিশুদের নিয়ে আসতে থাকেন অভিভাবকরা। একজন দুইজন করে কিছুক্ষণের মধ্যেই শিশু ও অভিভাবক সমাবেশে পরিণত হয় অনুষ্ঠানস্থল। শিশু ও অভিভাবকের উৎসবমুখর উপস্থিতিতে তিল ধারনের ঠাঁই ছিল না রিভারভিউয়ে। শিশুদের আঁকা ছবিতে দেখা মিলে বন্যার্তদের হাহাকার। কেউ জল রং দিয়ে এঁকেছে খর¯্রােতা নদী আবার কেউ পেন্সিল রং দিয়ে আঁকছে ডুবে যাওয়া ঘর-বাড়ি। কারো তুলিতে ফুটে উঠেছে নিদারুণ ডুবন্ত জীবনের গল্প। সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে ছবি আঁকা। ছবি আঁকার ফাঁকে বন্যার্তদের জন্য অনুদানের বাক্সে টাকা দেন অভিভাবকসহ উপস্থিত সাধারণ মানুষ।
চিত্রাংকনে অংশ নেয়া চিত্রা গাঙ্গুলি ও ইমতেয়াত বলেন, আমাদের আঁকা ছবিতে বন্যার্তদের দুঃখের দিনগুলো তুলে আনার চেষ্টা করছি। যেমন-বন্যার পানিতে টেনে নিয়ে যাচ্ছে নৌকা এবং অন্যপাশে নৌকা ভর্তি মানুষ।
অভিভাবক লিপি রানী চৌধুরী বলেন, ছেলেকে নিয়ে এখানে এসেছি। শিশুরা যার যার ইচ্ছে মতো আঁকছে। মানবতার ছবি আঁকায় আমিও সামিল হতে পেরে খুব ভালো লাগছে।
জেলা শিল্পকলা একাডেমির চিত্রাংকনের শিক্ষক দিপেন্দ্র লাল চৌধুরী স্বপন বলেন, সুনামগঞ্জ জেলা শিল্পকলার পক্ষ থেকে বন্যার্তদের জন্য অনুদান সংগ্রহ এবং শিশুদের নিয়ে ছবি আঁকার অনুষ্ঠান আমরা পরিচালনা করছি। আমরা সবাই মর্মাহত। বিভিন্ন জেলায় বন্যা মানুষ অনেক কষ্ট পাচ্ছে। এটাই তুলে ধরার জন্য আজকের এই অনুষ্ঠান।
জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী বলেন, আমরা শিল্পকলা একাডেমির শিক্ষক শিক্ষার্থীরা সকলে মিলে উদ্যোগ নিয়ে আজকের এই চিত্রাংকনের অনুষ্ঠান আয়োজন করেছি। আমাদের শিশুরা যদি মানবিক না হয় তাহলে আমাদের পরিবার মানবিক হবে না। তাই আমরা চিন্তা করেছি যে মানবিক সমাজ নির্মাণের জন্য মানবিক দৃষ্টিকোণ, মানবিক শিক্ষার দরকার। তাই মানবিক শিক্ষার একটি অংশ হিসেবে চিত্রাংকন অনুষ্ঠান করেছি।