ববি প্রতিনিধি: গুচ্ছ ভুক্ত বিশ্ববিদ্যালয় বি ইউনিট ভর্তি পরিক্ষায় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস,বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আগত পরিক্ষার্থীদের জন্য হেল্পডেস্ক করেন। শুক্রবার (২ মে) গুচ্ছ বি ইউনিট ভর্তি পরিক্ষায় এ আয়োজন করা হয়।
আগত পরিক্ষার্থীদের জন্য নাস্তা,ঠান্ডা পানি,হাল্কা নাস্থা সহ থাকার সু ব্যবস্থা করা হয়। এছাড়াও অভিভাবকদের জন্য থাকা,খাওয়া এবং বসার সু ব্যবস্থা করা হয়।আগত পরিক্ষার্থীদের মোবাইল,মানিব্যাগ,ঘড়ি সহ যাবতীয় পণ্য রাখার ব্যবস্থা করা হয়।
পরিক্ষার্থীদের হল রুমের বিল্ডিং দেখিয়ে দেওয়া,এডমিট কার্ড চেক দেওয়া সহ যাবতীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মী নাজমুল ঢালী বলেন, আমরা এই প্রথম এ সংগঠনের পক্ষ হতে হেল্পডেস্ক দিয়েছি।পরিক্ষার্থীদের যাবতীয় ব্যাপারে সাহায্য করা এবং অভিভাবকদের থাকা ও খাওয়ার উদ্যোগ নিয়েছি।
আরেক সদস্য আবুল কালাম আজাদ বলেন,আমরা আগত পরিক্ষার্থীদের সার্বিক দিকে লক্ষ্যে রাখছি,তাদের প্রয়োজনীয় সকল বিষয়ে খেয়াল রাখছি এবং তাদের সাহায্য আমরা পাশে থাকছি।
উল্লেখ্য সংগঠনটি এই প্রথম বরিশাল বিশ্ববিদ্যালয়ে হেল্পডেস্ক এর ব্যবস্থা করছে। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ ভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে গিয়েছেন।