মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব
ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা। লেবাননের সাথে চীনের জয়ের সুবাদেই এই অর্জন সম্ভব হয়েছে।
বাছাই পর্বে বাংলাদেশ 'এইচ' গ্রুপে নিজেদের প্রথম দুই ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে এবং পূর্ব তিমুরকে ৮-০ গোলে পরাজিত করে। তবে, শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হেরে যায় তারা। এই হারের ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নভঙ্গ হলেও, সেরা তিন রানার্সআপ দলের একটি হিসেবে মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা।
উল্লেখযোগ্য যে, 'ই' গ্রুপে চীন লেবাননকে ৮-০ গোলে হারানোয় বাংলাদেশের মূল পর্বে খেলা নিশ্চিত হয়। এই অর্জনের ফলে জাতীয় নারী ফুটবল দলের পর এবার অনূর্ধ্ব-২০ দলও এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করলো।
আগামী এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০২৫ এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে বাংলাদেশ অংশগ্রহণ করবে। এই টুর্নামেন্টের সেরা চারটি দল ২০২৫ সালের সেপ্টেম্বরে পোল্যান্ডে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।