৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বাগেরহাটে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা

spot_img

বাগেরহাট প্রতিনিধি:‘সম্মান যেখানে, শ্রদ্ধা সেখানে’—এই ভাবনা থেকেই বাগেরহাটের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

রোববার (৪ মে) বেলা ১১টায় যাত্রাপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইউনিয়নের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট সদর উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা ও যাত্রাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. শামছুর রাহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন যাত্রাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কে. এম. জুলফিকার আলী হায়দার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক, লেখক ও সাবেক আইন উপদেষ্টার একান্ত সচিব সৈয়দ তোশারফ আলী।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শিরিন বকুল, ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ খাইরুল আজাদ আরজু প্রমুখ।

বক্তারা বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে গুণী ও আদর্শবান মানুষদের সম্মান জানানো এবং তাদের অভিজ্ঞতা ও পরামর্শকে কাজে লাগানো জরুরি। পাশাপাশি তারা আগামী প্রজন্মকে এমন মানুষের পথ অনুসরণের আহ্বান জানান।

এই সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে যাত্রাপুর ইউনিয়নে গুণীজনদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধির নতুন দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ