১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বাগেরহাট জেলা ছাত্রকল্যান সোসাইটির নতুন কমিটি ঘোষনা

spot_img


বাগেরহাট প্রতিনিধি:
‎বাগেরহাট জেলা থেকে ঢাকায় পড়তে আসা শিক্ষার্থীদের সংগঠন বাগেরহাট জেলা ছাত্রকল্যাণ সোসাইটি, ঢাকার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এর সভাপতি মনোনীত হয়েছেন নাজমুল হাসান সাইফ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নাজমুস সাকিব।

‎শুক্রবার (১০ অক্টোবর) শাহবাগে ঢাকাস্থ বাগেরহাট ফোরামের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক সভায় পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় উক্ত কমিটি ঘোষণা করা হয়। নব মনোনীত সভাপতি এবং সাধারণ সম্পাদককে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেওয়া হয়। দায়িত্বপ্রাপ্ত কমিট আগামী এক বছরের জন্য নিজেদের কার্যক্রম পরিচালনা করবেন।

‎এসময় বাগেরহাট জেলা ছাত্রকল্যাণ সোসাইটির প্রধান উপদেষ্টা ডাঃ আতিয়ার রহমান, উপদেষ্টা এডভোকেট শামসুজ্জামান, এস এম আরাফাত হোসাইন সহ অন্যান্য উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন।

‎নবনির্বাচিত সভাপতি নাজমুল হাসান সাইফ বলেন, “বাগেরহাট জেলা ছাত্রকল্যাণ সোসাইটি একটি আস্থার সংগঠন। আমাদের মূল লক্ষ্য হলো—বাগেরহাট থেকে ঢাকায় আগত শিক্ষার্থী ভাই ও বোনদের ভর্তি, আবাসন এবং শিক্ষা-সংক্রান্ত যেকোনো সমস্যায় তাদের পাশে ঢাল হয়ে থাকা।

‎আমরা বিশ্বাস করি, ঐক্য ও সহযোগিতার মাধ্যমে আগামীর বাগেরহাটকে একটি সোনালী বাগেরহাট হিসেবে গড়ে তুলতে পারব। উচ্চশিক্ষা ও চাকরির প্রস্তুতিতে শিক্ষার্থীদের পাশে থেকে সকল প্রকার শিক্ষামূলক সহায়তা প্রদানই আমাদের অঙ্গীকার।”

‎উল্লেখ্য, বাগেরহাট জেলা থেকে আসা শিক্ষার্থীদের নিয়ে ২০১৬ সালে বাগেরহাট জেলা ছাত্র কল্যাণ সোসাইটি, ঢাকা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবীমূলক কাজ করে আসছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ